Monday, 4 July 2022

কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২২

বাংলাদেশ
প্রশ্ন :বর্তমানে দেশে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) কতটি?
উত্তর : ৪টি

প্রশ্ন :দেশের পঞ্চম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ(ওয়াসা) কোনটি?
 উত্তর : সিলেট ওয়াসা

প্রশ্ন :সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা) কবে প্রতিষ্ঠা করা হয়?
উত্তর :  ২ মার্চ ২০২২ 

প্রশ্ন :বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 
উত্তর : ৩৭টি

প্রশ্ন :দেশের ৩৬তম নদীবন্দর কোনটি? 
উত্তর : কোম্পানীগঞ্জ-সোনাগাজী নদীবন্দর

প্রশ্ন :দেশের ৩৭তম নদীবন্দর কোনটি? 
উত্তর : গাজীপুর নদীবন্দর

 প্রশ্ন :২০২৩ সালে কোন জেলা রেলপথের সঙ্গে যুক্ত হবে?
উত্তর : কক্সবাজার 

প্রশ্ন :ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে?
 উত্তর : ১৫-২১ জুন ২০২২ 

 প্রশ্ন :২০২২ পদ্মা সেতুর নিরাপত্তার জন্য ২৯ মার্চ ২০২২ উদ্বোধন করা সেনানিবাসের নাম কী?
উত্তর : শেখ রাসেল সেনানিবাস 

প্রশ্ন :‘বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম' কোথায় অবস্থিত? 
উত্তর : শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ


প্রশ্ন : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম নারী উপাচার্য কে?
উত্তর  : অধ্যাপক হাফিজা খাতুন । 

প্রশ্ন : ৮ এপ্রিল ২০২২ প্রথম কোন ভাষার অভিধানের মোড়ক উন্মোচন করা হয়?
উত্তর : মারমা-বাংলা ভাষা । 

প্রশ্ন : মারমা ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী?
উত্তর : তস্মাসে (গিরিকন্যা)

প্রশ্ন : ১০ এপ্রিল ২০২২ দেশের ১২তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে চূড়ান্ত লাইসেন্স বা সনদ পায় কোনটি? 
উত্তর : কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল।

প্রশ্ন : পদ্মা সেতুতে মোট ল্যাম্পপোস্ট কতটি?
উত্তর : ৪১৫টি— মূল সেতুতে ৩২৮টি এবং দুই প্রান্তের ভায়াডাক্টে ৮৭টি 

প্রশ্ন : এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL) ঢাকার তেজগাঁও থেকে কোথায় স্থানান্তর করা হবে?
উত্তর : মানিকগঞ্জে ।

প্রশ্ন : দেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে? 
উত্তর : কক্সবাজার ।

প্রশ্ন : ১৬ মার্চ ২০২২ পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউটের (FWVTI) নাম পরিবর্তন করে কী রাখা হয়?
উত্তর : পরিবার কল্যাণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ঢাকা বা Family Welfare Training উ Institute (FWTI), Dhaka 

প্রশ্ন : শেখ রাসেল সেনানিবাস কোথায় অবস্থিত? উ
ত্তর : জাজিরা, শরীয়তপুর 

প্রশ্ন : দেশের একমাত্র পাথর খনি কোথায়  অবস্থিত? 
মধ্যপাড়া, দিনাজপুর

প্রশ্ন : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক উত্ত কেন্দ্র কোথায় নির্মাণ করা হবে? 
উত্তর : মিঠামইন, কিশোরগঞ্জ ।

প্রশ্ন : BSMRIITH'র পূর্ণরূপ কী?
উত্তর : Bangabandhu Sheikh Mujibur Rahman International Institute of Tourism and Hospitality !

প্রশ্ন : 'বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২১' অনুযায়ী, বর্তমানে পেটেন্ট মালিকের স্বত্ব কত বছরের জন্য সংরক্ষিত?
উত্তর : ২০ বছর

 প্রশ্ন : পৌরসভার 'সচিব' পদের বর্তমান নাম নাম কী? 
উত্তর : পৌর নির্বাহী কর্মকর্তা।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত সয়াবিনের জাতের নাম কী?
উত্তর : বিইউ সয়াবিন-১ ও বিইউ সয়াবিন-২।

Bangladesh

Ques: Who is the Chief Election Commissioner of Bangladesh? 
Ans: Kazi Habibul Awal.

Ques: When did Grameenphoneofficially launch eSIM service in Bangladesh? 
Ans: 1 March 2022. 

Ques: When did the former president Justice Shahabuddin Ahmed pass away? 
Ans: 19 March 2022.

Ques: How many names of the recipients are announced for the Independence Award (Swadhinata Padak) 2022?
Ans:9 persons and 2 organization. 

Ques: Which two organizations get the Independent Award (Swadhinata Padak)-2022? 
Ans: Bangladesh Wheat and Maize Research Institute and Power Division.

Ques: Which Bangladeshi woman has been won the International Women of Courage (IWOC) Award 2022? 

Ans: Bangladeshi environmental Lawyer, Rizwana Hasan.

 Ques: What is the name of the biggest coal-fired power plant of Bangladesh?
Ans: Payra Power Plant. 

Ques: How much power is projected to be produced in Payra Power Plant annually? 
Ans:1,320 megawatts.

 Ques: Which country has been elected as the president of the executive board of the United Nations' World Food Programme (WFP) for 2022? 
Ans: Bangladesh

 Ques: Who has taken the charge as president of World Food Programme (WFP) for 2022? 
Ans: Shameem Ahsan.

Ques: Which city of Bangladesh has been listed in the 'World Monuments Watch 2022' as one of 25 culturally significant cities in the world?
Ans: The Mosque City of Bagerhat. 

Ques: What is the name of the 12th private economic zone permitted by Beza? 
Ans: Cumilla Economic Zone.

Ques: Who has been awarded the Bangla Academy 'Rabindra Puraskar 2021' for literary contribution?
Ans: Atiur Rahman.


Ques: Who is elected as the first female president of Hungary? 
Ans: Katalin Novak.

 Ques: Which countries have agreed to cooperate on hypersonic weapons on 5 April 2022?
 Ans: Australia, United Kingdom. and United States.

Ques: Which country passes a sexual violence bill in the parliament on 12 April 2022?
Ans: Indonesia. 

Ques: Who wins the Abel Prize for the year 2022? 
Ans: American Mathematician Dennis Parnell Sullivan.



আন্তর্জাতিক

প্রশ্ন :বুচা শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তর :ইউক্রেন 

প্রশ্ন :মার্কিন সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান কে? 
উত্তর :সান্দ্রা ডে ও' কনোর

প্রশ্ন :পাকিস্তানের ২৩তম ও বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর :শাহবাজ শরিফ 

প্রশ্ন :পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষ জাতীয় পরিষদের,বর্তমান স্পিকার কে? 
উত্তর : রাজা পারভেজ আশরাফ

প্রশ্ন : সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনার প্রথম বাণিজ্যিক মহাকাশ মিশন শুরু হয় কবে? 
উত্তর :৮ এপ্রিল ২০২২ 

প্রশ্ন :বেসরকারি ব্যবস্থাপনার প্রথম বাণিজ্যিক মহাকাশ মিশন শুরু করে কোন প্রতিষ্ঠান?
উত্তর :Axiom Space 

প্রশ্ন :ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন সেনা কমান্ডার কে? 
উত্তর : জেনারেল আলেক্সান্ডার ভরনিকভ।

প্রশ্ন : করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট XE প্রথমবারের মতো কোন দেশে শনাক্ত হয়?
উত্তর : : যুক্তরাজ্যে ।

প্রশ্ন :৮ এপ্রিল ২০২২ কোন দেশে ইসলামী সভ্যতার জাদুঘরের উদ্বোধন করা হয়? 
উত্তর : তুরস্ক।

প্রশ্ন:২৭-২৮ মার্চ ২০২২ ইসরায়েল কোন দেশগুলো নিয়ে ‘ঐতিহাসিক কূটনৈতিক সম্মেলন' আয়োজন করে?
উত্তর : যুক্তরাষ্ট্র, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো।

প্রশ্ন :১৪ এপ্রিল ২০২২ কোন দেশে ‘প্রধানমন্ত্রী সংগ্ৰহালয়’ বা প্রধানমন্ত্রী জাদুঘরের উদ্বোধন করা হয়?
উত্তর : ভারত।

প্রশ্ন : ভারতের ৩৪তম পররাষ্ট্র সচিব কে? 
উত্তর : বিনয় মোহন কোয়াত্রা ।

প্রশ্ন :OPEC + ভুক্ত দেশ কোনগুলো?
 উত্তর : আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই,কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, রাশিয়া, সুদান এবং দক্ষিণ সুদান।

প্রশ্ন : মারিউপোল কোন দেশের শহর?
উত্তর ::ইউক্রেন। 

প্রশ্ন : স্বল্পোন্নত দেশগুলো (LDC) WTO'র দেওয়া বাণিজ্য-সুবিধার আওতায় কত শতাংশ শুল্কমুক্ত-সুবিধা পায়? :  
উত্তর: ৯৭%



প্রশ্ন : ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় রাশিয়া কোন শিরোনামে কৌশল গ্রহণ করে? 
উত্তর :Fortress Russia I

#International 
Ques: Which is the most prestigious award in Music?
Ans: The Grammy Award. Ques:

Ques: Who is the first black female justice of the United **States Supreme Court?
Ans : Ketanji Brown Jackson. 

Ques: Who is elected as the 23rd Prime Minister of Pakistan?
Ans: Shehbaz Sharif  

Ques: What is the name of the newly appointed Chief of the Indian Army? 
Ans:Gen. Manoj Pande.

 Ques:What is the name of the movie directed by Vivek Agnihotri based on the story of Kashmir Valley?
Ans: The Kashmir Files. 

Ques: Who has officially been announced the Miss World 2021?
Ans : Karolina Bielawska (Poland).

Ques: Who is appointed as the first Muslim judge for permanent seat on the Supreme Court of Israel? Ans: Khaled Kabub.

 Ques: What is the name of the newly elected President of South Korea? 
Ans: Yoon Suk-yeol.

সংস্থা-সংগঠন 
 প্রশ্ন :মার্চ ২০২২ বাংলাদেশ পুলিশ কোন সংস্থার পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে? 
উত্তর :ইন্টারপোল

প্রশ্ন :৭ এপ্রিল ২০২২ জাতিসংঘ সাধারণ পরিষদ কোন দেশের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ বাতিল করে? 
উত্তর :রাশিয়া

প্রশ্ন :সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ (CTBT) চুক্তি অনুমোদন করেছে কতটি দেশ?
উত্তর :১৭২টি

প্রশ্ন :৩১ মার্চ ২০২২ কোন দেশ ১৭২তম দেশ হিসেবে CTBT অনুমোদন করে? 
উত্তর :টুভ্যালু

প্রশ্ন :East African Community (EAC)-এর - বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর :৭টি

প্রশ্ন :২৯ মার্চ ২০২২ কোন দেশ EAC'র সপ্তম  সদস্যপদ লাভ করে?
উত্তর : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র

সম্মেলন
প্রশ্ন :বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের, ১২তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৩ জুন ২০২২ 

প্রশ্ন :সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য WTO মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলনের সহ-আয়োজক কোন দেশ?
উত্তর :কাজাখস্তান

প্রশ্ন :পঞ্চম BIMSTEC'র শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত
উত্তর :৩০ মার্চ ২০২২

প্রশ্ন :১৭তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর :১৫-১৬ নভেম্বর ২০২২

প্রশ্ন :১৭তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 
উত্তর :বালি, ইন্দোনেশিয়া

প্রশ্ন : সাংহাই করপোরেশন অর্গানাইজেশনের (SCO) শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৫-১৬ সেপ্টেম্বর ২০২২; সমরখন্দ, উজবেকিস্তান ।

সাহিত্য-সংস্কৃতি

প্রশ্ন : ৯৪তম অস্কার আসরে সেরা চলচ্চিত্র কোনটি? 
কোডা

প্রশ্ন :অস্কারজয়ী তৃতীয় নারী পরিচালক কে?
 উত্তর :জেন ক্যাম্পিয়ন (নিউজিল্যান্ড) 

 প্রশ্ন :ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল নিম্নের কোন জীবনীনির্ভর চলচ্চিত্রটি পরিচালনা করেন? 
উত্তর :Mujib: The Making of a Nation 

প্রশ্ন : BANGABANDHU SHEIKH MUJIBUR RAHMAN: Philosophy, Politics and Policies গ্রন্থের লেখক কে?
উত্তর : অধ্যাপক রেহমান সোবহান ও অধ্যাপক রওনক জাহান 

পদক-পুরস্কার

প্রশ্ন :পল্লি উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অসামান্য অবদানের জন্য ‘আজিজ-উল-হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০২২' লাভ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর :বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD)

প্রশ্ন :২০২২ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর :ডেনিস পারনেল সালিভান (যুক্তরাষ্ট্র)

রিপোর্ট-সমীক্ষা

প্রশ্ন :বৈশ্বিক শব্দদূষণে শীর্ষ শহর কোনটি? 
উত্তর :ঢাকা (বাংলাদেশ) 

প্রশ্ন :বৈশ্বিক শব্দদূষণে রাজশাহী শহরের অবস্থান
উত্তর :চতুর্থ 

উত্তর :Forbes-এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে?
ইলন মাস্ক 


Ques: Which city has been ranked the noisiest city in the world in Annual Frontier Report 2022?
Ans: the capital city of Bangladesh.

Ques: Who is the richest person in the world in Forbes Billionaires 2022? Ans: Elon Musk.

Ques: What is the rank of Bangladesh in the Henley Passport Index April 2022?
Ans: 104th,

Ques: Which Country is at the bottom in the Henley Passport Index April 2022? Games
Ans: Afghanistan.

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২২

 প্রশ্ন :বিশ্বে মোট জনসংখ্যা কত?
উত্তর :৭৯৫.৪০ কোটি 

 প্রশ্ন :জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
 উত্তর :চীন 

 প্রশ্ন :জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে?  
উত্তর :সিরিয়া

প্রশ্ন :জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? 
 উত্তর :লেবানন

 প্রশ্ন :বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর :১৬.৭৯ কোটি

প্রশ্ন :বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 
উত্তর :০.৯%

প্রশ্ন :জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?  
উত্তর :অষ্টম 

 প্রশ্ন : বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত? 
উত্তর : ১%

প্রশ্ন : নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি? 
উত্তর : নাইজার; ৬.৬ জন 

প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? 
উত্তর : আফগানিস্তান; ২.২%।

প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম? 
উত্তর : মালদ্বীপ; – ০.৭%।

ক্রীড়াঙ্গন
প্রশ্ন :১২তম নারী বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর :অস্ট্রেলিয়া 

প্রশ্ন :নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক কে?
উত্তর :নিগার সুলতানা জ্যোতি 

বিশ্বকাপ ফুটবল ২০২২

প্রশ্ন :উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
উত্তর :আল-বায়েত স্টেডিয়াম 

 প্রশ্ন :ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
উত্তর :লুসাইল আইকনিক স্টেডিয়াম

প্রশ্ন :অফিসিয়াল মাসকটের নাম কী?
উত্তর :La'eeb 

প্রশ্ন : অফিসিয়াল বলের নাম কী?
উত্তর :Al Rihla

প্রশ্ন :বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ এবারের চূড়ান্ত অংশ নিতে ব্যর্থ হয়?
 ইতালি

প্রশ্ন :: ১৯ মার্চ ২০২২ থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এশিয়া কাপে প্রথম বাংলাদেশি আর্চার হিসেবে তিন স্বর্ণ জয় করেন কে?
উত্তর : নাসরিন আক্তার 

প্রশ্ন : বাংলাদেশের দ্বিতীয় ও বিশ্বের ১১৬তম বোলার হিসেবে টেস্টে ১৫০ উইকেট লাভ করেন কে? উত্তর : তাইজুল ইসলাম।

প্রশ্ন : অষ্টম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৬ অক্টোবর-১৩ নভেম্বর ২০২২; অস্ট্রেলিয়া।

Ques: Who is the first Bangladeshi female cricketer to score 1000 ODI Runs?
Ans: Fargana Hoque Pinky.

No comments:

Post a Comment