অতি সাম্প্রতিক


ইউক্রেনের  গণভোট
  • রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের ৪টি অঞ্চল নিজেদের বলে ঘোষণা করবেন - ৩০ সেপ্টেম্বর, ২০২২।
  • যে ৪টি অঞ্চল নিজেদের বলে ঘোষণা করবেন: লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন, জাপোরিঝঝিয়া।
  • রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ইউক্রেনের এই ৪টি অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়: ২৩ - ২৭ সেপ্টেম্বর, ২০২২।
  • গণভোটের আয়োজক: চার অঞ্চলের মস্কো-সমর্থিত নেতারা।
  • ৯৯.২৩ শতাংশ মানুষ রাশিয়ায় যোগ দেবার পক্ষে ভোট দিয়েছে।


No comments:

Post a Comment