বাংলাদেশ
প্রশ্ন :বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে?
উত্তর: মো. হাবিবুর রহমান
প্রশ্ন :বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে?
উত্তর: সেলিনা হোসেন
প্রশ্ন :‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ তৈরি ও উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান?
উত্তর: Glävkosmos, রাশিয়া
প্রশ্ন :৭ ফেব্রুয়ারি ২০২২ কোন দেশের সাথে জাহাজে করে বাংলাদেশের সরাসরি রপ্তানি শুরু হয়?
উত্তর: ইতালি
প্রশ্ন :বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (BSMMU) প্রথম ইমেরিটাস অধ্যাপক কে?
উত্তর: অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ
প্রশ্ন :বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি?
উত্তর: জয় বাংলা
প্রশ্ন :দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয় কবে? উত্তর: ২২ ফেব্রুয়ারি ২০২২
# বাংলাদেশ
প্রশ্ন: স্বাধীনতার পর প্রথমবারের মতো আইন অনুযায়ী, নির্বাচন কমিশন “গঠিত হয় কবে?
উত্তর: ২০২২ সালে।
প্রশ্ন : জাতীয় সংসদে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২' পাস হয় কবে?
উত্তর: ২৭ জানুয়ারি ২০২২।
প্রশ্ন : আন্তর্জাতিক নৌ-প্রটোকলভুক্ত রুট বাগেরহাটের ‘মোংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেল'-এর বর্তমান নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী ক্যানেল।
প্রশ্ন: বাংলা একাডেমির প্রথম নারী ও বর্তমান সভাপতির নাম কী?
উত্তর: সেলিনা হোসেন।
প্রশ্ন : বিশেষায়িত জাপানি অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
উত্তর: আড়াইহাজার, নারায়ণগঞ্জ ।
প্রশ্ন : বর্তমানে এনজিওবিষয়ক ব্যুরোর অধীনে নিবন্ধিত এনজিও কতটি?
উত্তর : ২,৫২৬টি । বিদেশি এনজিও ২৬০টি, আর দেশি এনজিও ২,২৬৬টি। [তথ্যসূত্র, জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব, ২৭ জানুয়ারি ২০২২
প্রশ্ন : দেশে সরকারি গণগ্রন্থাগারের সংখ্যা কতটি?
উত্তর: ৭১টি।
প্রশ্ন বাংলাদেশে তৈরি প্রথম রকেটের নাম কী?
উত্তরঃ ধূমকেতু৷
প্রশ্ন : বাংলাদেশের প্রথম রকেট তৈরি করেছে কোন কলেজের শিক্ষার্থীরা?
উত্তর: ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ
প্রশ্ন : জনপ্রশাসন পদকের বর্তমান নাম কী?
উত্তর :বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক।
Ques: Which Russian Company dealt with Bangladesh Satellite Company Limited for launching Bangabandhu Satellite-2?
Ans: Glavkosmos.
Ques:Who has been appointed as the new president of Bangla Academy for next three years on 3 February 2022?
Ans: Selina Hossain.
Ques:How many names are announced for Ekushey Padak 2022?
Ans: 24.
Ques: How many US-based organizations have given the recognition of crimes committed by the Pakistani forces during Bangladesh Liberation War in 1971 as genocide?
Ans: 2. (Genocide Watch & Lemkin Institute for Genocide Prevention)
Ques:What is the new name of Mongla-Ghashiakhali River Channel in Bagerhat?
Ans: Bangabandhu Mongla
Ques: Ghashiakhali (BMG) Channel. Which country marks the 50th anniversary of the establishment of diplomatic relations with Bangladesh on 10 February 2022?
Ans: Japan.
Ques:Who won the 2022 OWSD Elsevier Foundation Award in category 'East and Southeast Asia & the Pacific'?
Ans: Dr. Gawsia Wahidunnessa Chowdhury from Bangladesh.
Ques: Who is appointed as the new Explorer at large at National Geographic Society from Bangladesh?
Ans: Photo-journalist Shahidul Alam.
Ques: Who is appointed as the Director General of Border Guard Bangladesh (BGB)?
Ans: Major General Shakil Ahmed.
জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মানচিত্ৰ
প্রশ্ন: ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা কতটি?
উত্তর : ৩টি — কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী
প্রশ্ন : আকস্মিক বন্যা ও ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা কতটি?
উত্তর : ৬টি— সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ
প্রশ্ন : খরাপ্রবণ জেলা কতটি?
উত্তর : ১৩টি— পঞ্চগড়, ঠাকুরগাঁও,নীলফামারী, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও গাজীপুর।
আন্তর্জাতিক
প্রশ্ন :চলমান রাশিয়া-ইউক্রেন সংকট শুরু হয় কবে?
উত্তর: অক্টোবর ২০২১
প্রশ্ন :২১ ফেব্রুয়ারি ২০২২ রাশিয়া কোন অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: লুহানস্ক,দোনেৎস্ক
প্রশ্ন :'লুহানস্ক' ও 'দোনেৎস্ক' কোন দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল?
উত্তর: ইউক্রেন
প্রশ্ন :২১ ফেব্রুয়ারি ২০২২ চালু হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম TRUTH Social-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ডোনাল্ড ট্রাম্প
প্রশ্ন :যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে কবে?
উত্তর: ৮ নভেম্বর ২০২২
প্রশ্ন :সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যৌথভাবে কোন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে?
উত্তর: Light-1
প্রশ্ন :আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) কত সালে পৃথিবীতে ধসে পড়বে?
উত্তর: ২০৩১ সালে
প্রশ্ন :বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন চলাচল শুরু হয় কোন দেশে?
জার্মানি
প্রশ্ন: মডার্নার প্রযুক্তি ও তথ্য ব্যবহার করে প্রথমবারের মতো mRNA কোভিড টিকা তৈরি করেছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : দক্ষিণ আফ্রিকার আফ্রিজেন বায়োলজিকস।
প্রশ্ন : ‘নিওকোভ' শব্দটি দ্বারা কী বোঝায়?
উত্তর: করোনাভাইরাসের নতুন ধরন।
প্রশ্ন : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)'র সংজ্ঞা অনুযায়ী ক্ষুধা কী?
উত্তর: ক্ষুধা হলো একটি অস্বস্তিকর বা বেদনাদায়ক শারীরিক অনুভূতি, যা খাদ্যশক্তির অপর্যাপ্ততা থেকে সৃষ্টি হয়।
প্রশ্ন: VAR'র পূর্ণরূপ কী?
উত্তর: Video Assistant Referee
প্রশ্ন : বিশ্বে রকেটের ‘কবরস্থান' নামে পরিচিত কোন স্থান?
উত্তর: প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমো।
প্রশ্ন : লন্ডন সিটির প্রথম নারী পুলিশ প্রধানের নাম কী?
উত্তর: ক্রেসিডা ডিক।
প্রশ্ন : ব্রিটিশ সিংহাসনে যে রাজা থাকেন, তার স্ত্রীকে কী বলা হয়?
উত্তর: Queen Consort
প্রশ্ন : বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও পরিশোধনকারী কোম্পানির নাম কী?
উত্তর: কোল ইন্ডিয়া লিমিটেড।
Ques: Who will be the next queen of British Throne?
Ans: Camilla Parker Bowles.
Ques: What is the name of the world's highest railway bridge?
Ans: Chenab Bridge.
Ques: Who is elected by Tobruk parliament as the new, Prime Minister of Libya?
Ans: Fathi Bashagha.
Ques: What is the name of the 28th Chief Justice of Pakistan?
Ans: Justice Umar Ata Bandial.
Ques: When did Lata Mangeshkar die?
Ans: 6 February 2022.
Ques: When is the Platinum Jubilee of the accession of Queen Elizabeth II celebrated?
Ans: 6 February 2022.
Ques: How many areas does the longest lightening cover in the world?
Ans: 768 kilometers.
Ques: Where is the world's deepest high-speed railway station situated?
Ans: Beneath the Great Wall of China.
Ques: Which country's chief justice was impeached on 13 February 2022?
Ans: Nepal's chief justice, Cholendra Shumsher Rana.
সংস্থার প্রধান
প্রশ্ন :৫ ফেব্রুয়ারি ২০২২ আফ্রিকান ইউনিয়ন (AU)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: ম্যাকি সাল
প্রশ্ন :ইসলামী উন্নয়ন ব্যাংক (IsDB)-এর চেয়ারম্যান কে?
উত্তর: মুহাম্মদ সুলাইমান আল জাসের
প্রশ্ন :জাতিসংঘ শান্তি বিনির্মাণ বা Peacebuilding Commission (PBC)'র প্রথম নারী সভাপতি কে?
উত্তর: রাবাব ফাতিমা
প্রশ্ন :আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান নির্বাহী কে?
উত্তর: জিওফ অ্যালারডাইস
রিপোর্ট-সমীক্ষা
প্রশ্ন :২০২২ সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: গ্রিস চীন
প্রশ্ন :২০২২ সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ সুদান
প্রশ্ন :২০২২ সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৩২তম
প্রশ্ন :২০২১ সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: নরওয়ে
প্রশ্ন :২০২১ সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: আফগানিস্তান
প্রশ্ন :২০২১ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭৫তম
প্রশ্ন :২০২২ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: সিঙ্গাপুর
প্রশ্ন :২০২২ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর: উত্তর কোরিয়া
প্রশ্ন :২০২২ সালের অর্থনৈতিক স্বাধীনতা বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৩৭তম
রিপোর্ট-সমীক্ষা
প্রশ্ন : ২০২১ সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : সুইডেন।
প্রশ্ন : ২০২১ সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : মাদাগাস্কার।
প্রশ্ন : ২০২১ সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৪৪তম
প্রশ্ন : বৈশ্বিক জাহাজভাঙায় শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ বাংলাদেশ ।
প্রশ্ন : ২০২২ সালের বায়ু দূষণ সমীক্ষা অনুযায়ী, বায়ু দূষণে শীর্ষ জেলা কোনটি?
উত্তর: গাজীপুর ।
প্রশ্ন : ২০২২ সালের বায়ু দূষণ সমীক্ষা অনুযায়ী, কোন জেলায় বায়ু দূষণ কম?
উত্তরঃ মাদারীপুর ।
সাহিত্য-সংস্কৃতি
প্রশ্ন :‘ততোং' কোন ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের নাম?
উত্তর:ম্রো
প্রশ্ন :ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বই ‘ততোং'-এর লেখক কে?
উত্তর:ইয়াংঙান ম্রো
প্রশ্ন :ম্রো বর্ণমালার আবিষ্কারক কে?
উত্তর:ক্রামাদি মেনলে
প্রশ্ন : সংগীতমহলে 'গীতশ্রী' নামে পরিচিত কে?
উত্তর: সন্ধ্যা মুখোপাধ্যায়
পদক-পুরস্কার
প্রশ্ন :২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র কোনটি?
উত্তর: বিশ্বসুন্দরী
প্রশ্ন :২০২২ সালে একুশে পদক লাভ করে কতজন?
উত্তর: ২৪ জন
ক্রীড়াঙ্গন
প্রশ্ন :২০২২ সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দল?
উত্তর: কুমিল্লা ভিক্টোরিয়ানস
প্রশ্ন :চতুর্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০'তে টানা ৪ বলে ৪ উইকেট বা ‘ডাবল হ্যাটট্রিক' করেন কে?
উত্তর: জেসন হোল্ডার
প্রশ্ন :৩৩তম আফ্রিকান কাপ অব নেশনসে চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর: সেনেগাল
প্রশ্ন :টেনিস খেলায় সবচেয়ে বেশিগ্র্যান্ড স্ল্যামজয়ী কে?
উত্তর: রাফায়েল নাদাল
প্রশ্ন :২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: ভারত
প্রশ্ন :টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৫ বার ম্যান অব দ্য ম্যাচ হন কে? .
উত্তর: সাকিব আল হাসান
প্রশ্ন :৪ মার্চ-৩ এপ্রিল ২০২২ বিশ্বকাপের দ্বাদশ আসর আইসিসি নারী ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
নিউজিল্যান্ড
উত্তরঃ মাদারীপুর ।
প্রশ্ন : ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে?
উত্তর:অ্যাশলে বার্টি (অস্ট্রেলিয়া)।
প্রশ্ন :২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
উত্তর: রাফায়েল নাদাল (স্পেন)
প্রশ্ন : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) ষষ্ঠ-হ্যাটট্রিক করেন কে?
উত্তর : মৃত্যুঞ্জয় চৌধুরী (তিনি তৃতীয় বাংলাদেশি হিসেবে এ হ্যাটট্রিক করেন) ।
প্রশ্ন : ২০২২ সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) প্রথম সেঞ্চুরি করেন কে?
উত্তর: লেন্ডল সিমন্স
প্রশ্ন : ১৯তম এশিয়ান গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ১০-২৫ সেপ্টেম্বর ২০২২; হ্যাংঝু, চীন।
প্রশ্ন : ৩০ জানুয়ারি ২০২২ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৭তম হ্যাটট্রিক
করেন কোন বোলার?
উত্তর: জেসন হোল্ডার (উইন্ডিজ)
প্রশ্ন : ১৮তম ‘ফিফা ক্লাব বিশ্বকাপ' বিজয়ীকোন ক্লাব?
উত্তর: চেলসি (ইংল্যান্ড)।
Ques: Which cricket team becomes the first team to play 1000 ODI matches?
Ans: Indian cricket team (against West Indies).
Ques: Who is the 21st Grand Slam winner in Australian Open 2022?
Ans: Rafael Nadal.
Ques: Which is the first team from Asia to qualify for the Qatar World Cup 2022?
Ans: Iran.
Ques: What is the motto of Winter Olympics 2022 in Beijing?
Ans: Together for a Shared Future.
Ques: Which team wins FIFA Club World Cup on 12 February 2022?
Ans: English Club Chelsea.
No comments:
Post a Comment