Monday, 19 September 2022

কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২২

 বাংলাদেশ

প্রশ্ন : জুন ২০২২ পর্যন্ত বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী সদস্য অংশগ্রহণ করেছে? 
উত্তর : ৪৩টি দেশের ৫৫টি মিশনে ।


প্রশ্ন : বাংলাদেশ পর্যটন করপোরেশন আইন অনুযায়ী, পর্যটকের সংজ্ঞা কী? 
উত্তর : কোনো ব্যক্তি নিজের ঘর থেকে ভ্রমণ বা শান্তি বিনোদনের জন্য ২৪ ঘণ্টার বেশি কিন্তু এক বছরের কম সময় অন্য জায়গায় থাকেন । তবে তিনি পর্যটক হিসেবে গণ্য হবেন । তবে চাকরির জন্য থাকলে তাকে পর্যটক হিসেবে ধরা হবে না । 

প্রশ্ন : বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত?
উত্তর : ৪৪৮ জন । 


প্রশ্ন : অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ কতটি?
উত্তর : ১১৬টি। সরকারি ৩৭টি বেসরকারি ৭৩টি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ৬টি । 


প্রশ্ন : অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী,মোট প্রাথমিক গ্যাস মজুতের পরিমাণ কত?
উত্তর : ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট। উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ ২৮.৪২ ট্রিলিয়ন ঘনফুট।


প্রশ্ন : অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) দ্বিতীয় নারী সচিব কে? 
উত্তর : শরিফা খান; ERD'র প্রথম নারী 'সচিব ফাতিমা ইয়াসমিন ।


প্রশ্ন : আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : মুন্সিগঞ্জ ।

প্রশ্ন : জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি কে?
উত্তর : মোহাম্মদ আব্দুল মুহিত। 

প্রশ্ন : দেশের প্রথম এক্সপ্রেসওয়ের নাম কী?
উত্তর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক ।

আন্তর্জাতিক

প্রশ্ন : তুরস্কের বর্তমান নাম কী?
উত্তর : তুর্কিয়ে । 


প্রশ্ন : সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর : ৩১ মে ২০২२ ।


প্রশ্ন : 'যুদ্ধ অবসানে ইউক্রেনের উচিত রাশিয়ার কাছে নিজের ভূখণ্ড ছেড়ে দেওয়া-কে এবং কবে উক্তিটি করেন?
উত্তর : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার; ২৩ মে ২০২২ 


প্রশ্ন : ভারতে প্রথমবারের মতো কবে বেসরকারি ট্রেনের যাত্রা শুরু হয়? 
উত্তর : ১৪ জুন ২০২২।


প্রশ্ন : ৯ জুন ২০২২ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোন ৫টি দেশ নতুন অস্থায়ী সদস্য নির্বাচিত হয়?
উত্তর : ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক, ও সুইজারল্যান্ড ।


প্রশ্ন: প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে?
উত্তর : গীতাঞ্জলী শ্রী 


প্রশ্ন : গাড়িতে স্থাপন করা উচ্চপ্রযুক্তির রকেট লঞ্চার হিমার্স কোন দেশের তৈরি?
উত্তর : যুক্তরাষ্ট্র।


প্রশ্ন : ১০ জুন ২০২২ কোন দুটি দেশের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়? 
উত্তর : রাশিয়া ও চীন।

প্রশ্ন : IPMDA'র পূর্ণরূপ কী ?
উত্তর : Indo-Pacific Partnership for Maritime Domain Awareness 


প্রশ্ন : সমুদ্র অর্থনীতি (Blue Economy) ধারণাটির প্রথম প্রবর্তক কে?
উত্তর : গুন্টার পলি; ২০১০ সালে। 


প্রশ্ন : জাপানের সশস্ত্র গোষ্ঠী রেড আর্মি বা লাল ফৌজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ফুসাকো শিগেবুে।


প্রশ্ন : ২২ জুন ২০২২ আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা কত ছিল? 
উত্তর : রিখটার স্কেলে ৬.১ মাত্রা ।


প্রশ্ন : কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : ফ্রান্সা মার্কেজ ।

রিপোর্ট-সমীক্ষা প্রশ্ন 

 

প্রশ্ন : ২০২২ সালের আন্তর্জাতিক পরিবেশ-বিষয়ক সূচকে শীর্ষ দেশ কোনটি? 
উত্তর : ডেনমার্ক । 


প্রশ্ন : ২০২২ সালের আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি?
উত্তর : ভারত । 


প্রশ্ন : ECA ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে, ২০২২ সালে বিশ্বের ব্যয়বহুল শহর কোনটি? -
উত্তর : হংকং


প্রশ্ন : ECA ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে ২০২২ সালের বিশ্বের কম ব্যয়বহুল শহর কোনটি? 
উত্তর : আঙ্কারা, তুরস্ক


প্রশ্ন : ২০২২ সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ২০২২ সালের বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? 
উত্তর : চীন ।

প্রশ্ন : ২০২২ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।


ক্রীড়াঙ্গন

প্রশ্ন : ২০২২ সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন 
উত্তর : পুরুষ : রাফায়েল নাদাল (স্পেন) নারী ইগা সিওনতেক (পোল্যান্ড)। 


প্রশ্ন : ২০২৬ সালের ২৩তম বিশ্বকাপ ফুটবল কতটি শহরে অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৬টি ।


প্রশ্ন : ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান কোন দলের?
উত্তর : ইংল্যান্ড (৪৯৮/৪); বিপক্ষ নেদারল্যান্ডস।



















No comments:

Post a Comment